মানব স্বাস্থ্য রক্ষায় অর্গানিক খাদ্যের ভূমিকা শীর্ষক আলোচনা ২০১৯ গত ৭ মার্চ ২০১৯ইং তারিখে ঢাকাস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এ গ্রীন বাংলা ফাউন্ডেশন এর সৌজন্যে আয়োজিত মানব স্বাস্থ্য রক্ষায় অর্গানিক খ্যাদের ভূমিকা শীর্ষক আলোচনা ২০১৯ অনুষ্ঠানে দেশের উন্নয়নে প্রোডাকশন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি হতে “গ্রীনচাষী এ্যাওয়ার্ড ২০১৯” গ্রহণ করছেন মক্কা হ্যাচারী, হোটেল সী ওয়ার্ল্ড ও বাশার গ্রপ অব কোং’র চেয়ারম্যান এন্ড সিইও, আলহাজ্ব আবুল বশর আবু। পাশে ছিলেন এফবিসিআই প্রেসিডেন্ট ও গ্রীন বাংলা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক।