
গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি
অনেক দিন ধরে ইট বালু দিয়ে নদীর তীরে দখল করে রাখা গলাচিপা পৌরসভা শহরের আড়ৎ পট্টি এলাকার রামনাবাদ নদীর তীরে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল ১১.২০ টার দিকে থানার পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. রফিকুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) সুহৃদ সালেহীন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রত্যেক আড়ৎদারকে এক হাজার টাকা করে জরিমানা করা হয় এবং বিকেল ৩টার মধ্যে সমস্ত মালামাল অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া
হয়েছে। এ নির্দেশ অমান্য করলে ঘটনাস্থলের মালামাল নিলামে দেওয়া হবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট তিনি আরো বলেন বিকেলের মধ্যে মালামাল না নিয়ে গেলে ওই মালামাল নিলামে দিয়ে দিবে এরা অনেকদিন যাবত নদীর পাড় দখল করে ব্যবসা করে যাচ্ছেন এখন থেকে নদীর পাড় কারো দখলে থাকবে না নদীর পাড় থাকবে উন্মুক্ত