সমাজের যে কোন উন্নয়ন কাজে এলাকাবাসী আন্তরিক হলে উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব
খুলশী থানা আওয়ামীলীগের আহ্বায়ক ও ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন হীরন বলেন, এলাকার সামাজিক উন্নয়নে অংশ হিসেবে সমাজের বিত্তশালীরা উধারচিত্তে এগিয়ে আসলে যে কোন মহৎ উদ্যোগ সফল হতে বিলম্বিত হয় না। সমাজের যে কোন উন্নয়ন কাজে সবার আগে এলাকাবাসী আন্তরিক হয়ে যে কোন উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব। তাই ধর্মীয় যে
কোন প্রতিষ্ঠান গড়তে সকলে এগিয়ে আসলে সৃষ্টি কর্তার আনুকূল্য পাওয়া যায়। ১৯৭৫ সালে জালালাবাদ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি প্রতিষ্ঠার পর দীর্ঘ ৪৭ বছর পর এ জামে মসজিদের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে নিতে হবে। বর্তমান মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন গ্রীণ ও ক্লিন সিটি গড়ার লক্ষ্যে জলবদ্ধতামুক্ত নগরী গড়তে ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে, অফিস-আদালতে ও সমাজের প্রতিটিস্তরে ডোর-টু-ডোর দৈনন্দিন বর্জ্য অপসারণের জন্য বিন বিতরণ করে অনেকে ঐসকল বিন ব্যবহার না করে ময়লা আবর্জনা রাস্তার পাশে ও নালা নর্দমায় ফেলে
জলবদ্ধতা সৃষ্টি করে মেয়র ও কাউন্সিলরদের সমালোচনা করে। তাই জনগণকে সচেতন হতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে। বর্তমানে সমাজে কিশোর ও তরুণ সমাজের মধ্যে মাদকসেবী ও ব্যবসায়ীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। তাই পরিবারের সকল সদস্যদেরকে নিজ নিজ সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। সমাজের অপরাধীরা যত বড় হোক তারা সবসময় দূর্বল। তাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলে সামাজিক ভাবে প্রতিহিত করতে হবে। সমাজের কয়েক জন ভালো মানুষ সামাজিক অপরাধীদের বিরুদ্ধে এগিয়ে আসলে অপরাধীরা ভালো হয়ে যাবে নতুবা সমাজ থেকে বিতারিত
হবে। অদ্য ১০মার্চ বাদ আছর জালালাবাদ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি জামে মসজিদের নির্মাণ কাজ ও স্থায়ী অফিস নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন। এসময় আরো বক্তব রাখেন, মালিক কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহমান, সাবেক এসপি আলা বক্স, চসিকের উপ-সহকারী প্রকৌশলী আলী আহম্মেদ, মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব সোলেমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল আলম, অর্থ সম্পাদক আলহাজ্ব শামসুল হক, ইসকান্দর মির্জা, আহম্মেদ হেলাল, আবুল কালাম আজাদ, আবদুল মান্নান,
আওয়ামীলীগ নেতা আবদুল হান্নান হীরা, হাশেম সরকার, আওয়ামী যুবলীগ নেতা মোঃ জসিম উদ্দিন, মোঃ শামসুদ্দিন, মোঃ জামশেদুর রহমান, মোঃ নূর আলম নুরু প্রমুখ। অনুষ্ঠানে মসজিদের মুসল্লিগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নির্মাণ কাজের সফলতা কামনা করে মুনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবদুল হামিদ। অনুষ্ঠানে মুসল্লি ও এলাকাবাসীর পক্ষ থেকে কাউন্সিলর মোহাম্মদ হোসেন হীরনকে এলাকার সার্বিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় ফুলেল অভিনন্দন জানানো হয়।