লালমনিরহাট প্রতিনিধি :
জেলার পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে চলমান মাদক বিরোধী জিরো টলারেন্স নীতির আওতায় ২২(বাইশ) বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী চন্দ্রপুর ইউনিয়নে বিশেষ কায়দায় অভিযান চালিয়ে চন্দ্রপুর বাজারের উত্তর পাশ্বে মোঃ নুরুল হক এর পুত্র মাসুদ রানা (৩০) কে ফেন্সিডিল বিক্রিরত অবস্থায় গ্রেফতার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপ পরিদর্শক বাদল কুমার মন্ডল জানান গোপন সংবাদ এর ভিত্তিতে বিশেষ কায়দায় অভিযান চালিয়ে ফেন্সিডিল ব্যবসায়ী
মাসুদকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মকবুল হোসেন জানান, মাদক বিরোধী জিরো টলারেন্স নীতির আওতায় কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাদকের আখড়াগুলোতে অভিযান চালিয়ে মাদকসহ মাদকব্যবসায়ীগনকে গ্রেফতার করা হচ্ছে এবং আমাদের এই অভিযান অব্যহত থাকবে।