
সারা দেশের মতো টেপিবাড়ী উচ্চ বিদ্যালয়ে চলছে “স্টুডেন্ট কেবিনেট নির্বাচন ২০১৯”।আজ টেপিবাড়ী উচ্চ বিদ্যালয়ে চলছে ভোট গ্রহন।প্রচার-প্রচারনা শেষ, চলছে ভোট গ্রহন।স্টুডেন্ট কেবিনেট নির্বাচন শিক্ষা অধিদপ্তরের অনেকটা নতুন এক আয়োজন। দেশ ও সমাজে যোগ্য নেতৃত্ব তৈরি করতে তৃণমূল থেকে নেতা বাছাই এর প্রাথমিক ধাপ হিসেবে স্কুল কে বেছে নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে সারা দেশের ন্যায় জমে উঠেছে ঐতিহ্যবাহী টেপিবাড়ী উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন।৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৮ জন ছাত্রনেতা নির্বাচিত করবেন
৫৬০ জন ছাত্র/ছাত্রী। দশম শ্রেণিতে ১জন, নবম শ্রেণিতে ১জন, অষ্টম থেকে ষষ্ঠ শ্রেনী পর্যন্ত ২জন করে মোট ৮ জন স্টুডেন্ট লিডার নির্বাচিত করবে ভোটারা।সারা দেশের মতো আজ ১৪ই মার্চ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় স্বনামধন্য প্রতিষ্ঠান টেপিবাড়ী উচ্চ বিদ্যালয়ের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।সরেজমিনে গিয়ে দেখা যায়,ছাএ-ছাএীরা খুব আনন্দ উৎসাহ নিয়ে লাইনে দারিয়ে অত্যন্ত সুশৃংখল ভাবে ভোট দিচ্ছে। ছাত্র-ছাত্রীর পিতা মাতা, অভিভাবক ও স্কুল কমিটি সভাপতি সেক্রেটারি এবং সদস্যগন ভোটর মাঠ পরিদর্শন করতেছে এবং ছাএ-ছাএী দের উৎসাহ দিচ্ছেন। এবারের
স্টুডেন্ট কেবিনেটে অংশ নেওয়া প্রর্থীরা হলেন যথাক্রমে:-সাদিয়া আক্তার, শাখা- ব্যবসা শিক্ষা, দশম শ্রেনী, রোল নং- ১৪ ব্যালট নং- ১ মারুফুল ইসলাম রাশিন শাখা- বিজ্ঞান, দশম শ্রেনী, রোল নং- ১৮,ব্যালট নং- ২ মিথিলা আক্তার, শাখা- ব্যবসা শিক্ষা, নবম শ্রেনী রোল নং- ২০,ব্যালট নং-৩ আল-আমিন, শাখা- বিজ্ঞান, নবম শ্রেনী, রোল নং-৩৬,ব্যালট নং-৪ আতিক হাসান,শাখা-ক,অষ্টম শ্রেনী,রোল নং-৩৫,ব্যালট নং-৫ তামান্না ইসলাম, শাখা-খ, অষ্টম শ্রেনী,রোল নং-১১,ব্যালট নং-৬ আমামুল হক, শাখা-ক, সপ্তম শ্রেনী,রোল নং-৮,ব্যালট নং-৭ মো:রাকিব,শাখা-ক,সপ্তম
শ্রেনী,রোল নং-৫৬,ব্যালট নং-৮ জারিন সাদিকা জেরিন, শাখা-খ, সপ্তম শ্রেনী,রোল নং-২২,ব্যালট নং-৯ তাওহীদ,শাখা-ক,ষষ্ঠ শ্রেনী,রোল নং-১১,ব্যালট নং-১০ আবিদা সুলতানা (অথৈ), শাখা-ক,ষষ্ঠ শ্রেনী,রোল নং-৩,ব্যালট নং-১১ খন্দকার আশিক,শাখা-খ,ষষ্ঠ শ্রেনী,রোল নং-১,ব্যালট নং-১২ একজন ভোটার সর্বোচ্চ আটটি করে ভোট দিতে পারবে। তন্মধ্যে প্রতি শ্রেনীতে কমপক্ষে একটি করে এবং যে কোনো দুটি শ্রেনীতে ২টি করে ভোট দিতে পারবে।টেপিবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: আসাদুজ্জামান বলেন,ভোট নিয়ে ছাএ-ছাএী উৎসাহ এবং ভোট গ্রহন দেখে
আমি খুব আনন্দিত।কিভাবে রাষ্ট পরিচালনা হয় সে বিষয়ে স্কুল থেকেই তারা ধারনা পাচ্ছে।সঠিক নেতৃত্ব কে তারা বেছে নিচ্ছে। পরিবেশ খুবই ভালো সুন্দর ভাবে সবাই ভোট দিচ্ছে।প্রধান শিক্ষক মো: খাইরুল ইসলাম এ বিষয়ে বলেন, প্রধান নির্বাচন কমিশনারর, সহকারি নির্বাচন কমিশনার,প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, ও পুলিশ, এ দায়িত্ব গুলো ছাত্র-ছাত্রীদের মাঝ থেকেই নির্বাচন করে দেওয়া হয়েছে। যার যার দায়িত্ব মোতাবেক তারা দায়িত্ব পালন করতেছে।সবার মাঝেই উৎসাহ দেখতে পাচ্ছি।