আজ ১৯ মার্চ ২০১৯ইং গাউছিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর কর্তৃক নিউজিল্যান্ডে জুমার নামাজে গুলি করে অর্ধশত চেয়েও বেশী মুসল্লি হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তাগণ নিউজিল্যান্ডের মসজিদে নামাজরত মুসল্লিদের উপর জঘন্যভাবে হত্যাযজ্ঞ চালনোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিশ্বব্যাপি মুসলিম নিরীহ জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘসহ বিশ্ব নেতাদের প্রতি আহবান জানিয়েছেন। বক্তাগণ বলেন, দীর্ঘদিন ধরে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিশ্বব্যাপী যে জঘন্য বিদ্ধেষ ছড়ানো হয়েছে এরই
নির্মম পরিণতি হলো নিউজিল্যান্ডের মসজিদে নির্বিচারে গুলি করে মুসলমানদের হত্যার মত এমন জঘন্য সন্ত্রাস। তারা এই হামলাকে শুধু বন্ধুকধারীদের সন্ত্রাসী হামলা না বলে, একে ইসলামের শত্রুগণ কর্তৃক ইসলামের বিরুদ্ধে বিশ্ব্যব্যাপী লেলিয়ে দিয়া জঙ্গীবাদের কর্মসূচি বলা উচিত বলে দাবি করে বলেন, বর্তমানে শুধু মুসলিম হবার কারণে বিনা অপরাধে প্রাণ দিতে হচ্ছে হাজার হাজার নিরীহ মুসলমানকে তাদের নিরাপত্তা নিশ্চিত না করে মানবাধিকারের লোকদেখানো মহড়া জাতিসংঘ ও ইউরোপ-আমেরিকার নিচক ভাওতাবাজী যার প্রতিক্রিয়া সুখকর হবে না বলে জানান।
বক্তাগণ আরো বলেন, হত্যাকারী ঘটনার অব্যবহিত পূর্বে তার হত্যা পরিকল্পনার ইঙ্গিত তার ফেইসবুক বার্তায় ছাড়বার পরও কেন তাকে আটক করা হল না এই জিজ্ঞাসা বিশ্ববাসীর। নিউজিল্যান্ড সরকারের অবহেলার বিষয়টিও এক্ষেত্রে গুরুত্বহীন নয়। তারা একের পর এক বিশ্ব্যবাপি মুসলিম গণহত্যা বন্ধে ব্যর্থ ওআইসি সহ জাতিসংঘের কঠোর সমালোচনা করে অবিলম্বে ইসলাম ও মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ ও ওআইসির বিকল্প বিশ্বসংস্থা প্রতিষ্ঠার দাবি জানানা। আলহাজ্ব আবুল মনসুরের সভাপতিত্বে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বিকেল ৫.০০টা হতে অনুষ্ঠিত
এ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, আনজুমানে রহমানীয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারী জেনারেল আলহাজ্ব আনোয়ার হোসেন, প্রধান বক্তা ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় চেয়ারম্যান জনাব আলহাজ্ব পেয়ার মোহাম্মদ। বক্তব্য রাখেন জনাব আলহাজ্ব শাহজাদা ইবনে দিদার, আলহাজ্ব মোসাহেব উদ্দিন বখতিয়ার, মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মাহবুবুল আলম, আর ইউ চৌধুরী শাহীন, মোহাম্মদ সেলিম, খাইর মোহাম্মদ, ছালামত উল্লাহ, মৌলানা মুহাম্মদ আব্দুল্লাহ, সাদেক হোসেন পাপ্পু, আজাহারুল হক আজাদ, মনোয়ার হোসেন মুন্না, ছাবের আহমদ,
মৌলানা ইমরান হাসান আলকাদেরী, মোহাম্মদ হোসেন, মো আলী নেওয়াজ, আব্দুল হামিদ, ইলিয়াছ মুন্সি, আবুল হাশেম, জামাল উদ্দিন সুরুজ, আব্দুল আলম আব্দুল্লাহ, মনসুর আরমান, জাহেদুল ইসলাম, মৌলানা ইউনুছ তৈয়্যবি, মুহাম্মদ ইলিয়াস, ছিদ্দিকুল ইসলাম, মোহাম্মদ জানে আলম, আব্দুল লতিফ, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ আলমগীরসহ প্রমুখ।