জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধি
ভারতে পাচারের সময় বেনাপোলের আমড়াখালি এলাকা থেকে আজ বুধবার দুপুরে ২০ টি সোনার বার সহ এক সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক সোনা পাচারকারী জিকরুল ইসলাম (৩৪) নড়াইলের লোহাগড়া থানার আলেক মোল্লাহর ছেলে।যশোর ৪৯ বিজিবি ব্যটালিয়ন’র অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা জানান, বেনাপোলের
আমড়াখালি সীমান্ত দিয়ে বিপুল পরিমান সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ঐ এলাকায় চেকপোস্টগামী দেশ ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে জিকরুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ২০ টি সোনার বার জব্দ করে। আটক সোনার মূল্য ১ কেটি ১৫ লাখ টাকা বলে বিজিবি জানায়।
আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপদর্ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়। তারিখ: ২০/৩/১৯