
মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
ভূঞাপুর-তারাকান্দি সড়কে ভূঞাপুর উপজেলা পরিষদ গেটের সামনে আজ বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১১টায় ১১ তম গ্রেট বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছে।দাবি মোদের একটাই, সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেট চাই-এই স্লোগান কে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী
ইশতেহার অনুযায়ী প্রধান শিক্ষকদের পরের ধাপে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ ও বৈষম্য নিরসনের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধনেরর আয়োজন করেন।মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজিজুর রহমান, শাহ-আলম সরকার, হযরত আলী, নাসরিন সুলতানা,
মো. শাহ-আলম খান, শরিফুল ইসলাম, তাপসী বসাক, জহুরা খাতুন পলি, আব্দুল খালেক, রাসেল পারভেজ প্রমুখ।মানববন্ধনে বক্তব্য শেষে উপজেলা পরিষদ চত্বরে তারা আলোচনা সভা করেন। আলোচনা সভা ও মানববন্ধনে বক্তব্যরা বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার দ্রুত সময়ে বাস্তবায়ন করতে হবে এবং ১১তম গ্রেটসহ সহকারি শিক্ষকদেন বেতন বৈষম্য নিরসন করতে হবে।