
আজ রোববার উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে চন্দনাইশে ২ পক্ষের সংঘর্ষ : গুলাগুলি গুলিতে পুলিশ সদস্য মারাত্মক আহত হয়েছে চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা পরিষদ নির্বাচনে ১টি ভোটকেন্দ্র দখল নিয়ে ২ পক্ষের সংঘর্ষে ২’জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে। এদের মধ্যে মোহাম্মদ ফরহাদ (২২) নামে একজন কনস্টেবলের অবস্থা গুরুতর বলে জানা গেছে। অপরজন ইন্সপেক্টর মোহাম্মদ শাহ আলম। আজ রোববার সকাল ১০টার দিকে পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুলা গুলিতে আহত পুলিশ সদস্য মোহাম্মদ ফরহাদকে চট্টগ্রাম
মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, ওই পুলিশ সদস্যের অণ্ডকোষ ছিঁড়ে গেছে।এ ঘটনার পর ওই কেন্দ্রে ভোট গ্রহণ এক ঘণ্টা স্থগিত রাখার পর আবার শুরু হয়েছে।পূর্ব চন্দনাইশ প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ মতিন স্থানীয় সাংবাদিকদের বলেন সকালে একটি পক্ষ জোর করে ব্যালটে সিল মারতে চেষ্টা করে। বিষয়টি তিনি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে। এই সময় সংঘর্ষ বেঁধে যায়। এতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন।
এরপর এ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে দেয়া হয়।জানা যায়, নৌকার প্রতীকের প্রার্থী কে এম নাজিম উদ্দীনের সমর্থকদের সাথে বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরীর (দোয়াত-কলম মার্কা) সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।জানা যায় চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এবং দ্রুত ব্যবস্থা নিয়েছেন। আব্দুল জব্বার চৌধুরী দীর্ঘদিন কর্নেল অলির আস্থাভাজন ছিলেন এলডিপি থেকে দুই দুই বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি কোন কারণে তিনি আওয়ামীলীগে যোগদান করেন উপজেলা
চেয়ারম্যান থাকা অবস্থায় আওয়ামী লীগে যোগদান করেছিলেন তিনি উপজেলা নির্বাচন তফসিল ঘোষণার আগে আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যারা অন্য দল থেকে আসছে তারা মধু খেতে আসছে তারা সুবিধা ভোগ করে চলে যাবে তাদেরকে কোন নমিনেশন দেওয়া হবে না এ সিদ্ধান্ত নেয়ার পর আব্দুল জব্বার চৌধুরী নৌকা প্রতীকে নির্বাচন করতে না পারলেও দোয়াত কলম মার্কায় নির্বাচন করেন তিনি এছাড়া অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোট গ্রহণ চলছে বিকাল ৪ টা পর্যন্ত চলবে। আবার এদিকে, পটিয়ার পূর্ব রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে ৪ জনকে আটক করেছে পটিয়া থানার পুলিশ।