
“মহান স্বাধীনতা দিবস উদযাপন ও বার্ষিক পুরষ্কার বিতরণ অনুুষ্ঠান-২০১৯ খ্রি উপলক্ষে আল আমিন বারীয়া কামিল মডেল মাদরাসা কর্তৃক আয়োজিত ২৬ মার্চ ২০১৯ খ্রি. মঙ্গলবার সকাল ৯.০০ ঘটিকায় পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত, জাতীয় সংঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ ইছমাইল নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত
হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারীয়া দরবার শরীফের সাজ্জাদাশীন পীরে তরীকত রেহনুমায়ে শরীয়ত হযরত আলহাজ্ব মাওলানা ছৈয়্যদ মুহাম্মদ বদরুদ্দোজা বারী (মু.জি.আ.) প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, যে উদ্দেশ্যে স্বাধীনতা অর্জিত হয়েছে তার যথাযথ বাস্তবায়ন ও স্বাধীনতা রক্ষা করার লক্ষ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। তিনি আরো
বলেন, এই ব্যাপক প্রাতিষ্ঠানিক আয়োজন ও পরিচালনায় যার রুহানী দোয়া বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি হলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হযরত ছৈয়দ আব্দুল বারী শাহজী বাবাজান কেবলা (রহ:)। যিনি তাঁর সর্বস্ব ত্যাগ দিয়ে মাদরাসা ও মানব সেবায় আতœনিয়োগ করেছিলেন। স্বাগত বক্তব্যে মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ইছমাইল বলেন, এ
প্রতিষ্ঠান লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় বিজ্ঞান মনস্ক মানুষ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি আরো বলেন, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে মাদরাসার নিজস্ব ওয়েবসাইট তৈরি এবং এতে মাদরাসার প্রয়োজনীয় তথ্যাদি নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। ফলে যে কোন ব্যক্তি বিশ্বের যে কোন প্রান্ত থেকে অত্র মাদরাসার
তথ্য পাবেন খুব সহজে। আরো বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার গভর্ণিং বডির সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্জ্ব মুহাম্মদ আবু তৈয়ব বাবু, মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্জ্ব আবদুল আজিজ আনোয়ারী, সহকারী অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম পাটোয়ারী, ইতিহাস প্রভাষক মাওলানা আবুল মনছুর। এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- আলহাজ্ব লায়ন
মোহাম্মদ রফিক কোম্পানি, জনাব মোহাম্মদ রফিক সওদাগর, আলহাজ্ব মোহাম্মদ এম.এ.সবুর সওদাগর, আলহাজ্ব জানে আলম কোম্পানী, আলহাজ্ব মুহাম্মদ আলী প্রমুখ। এরপর মহান স্বাধীনতা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জয়ী বিভিন্ন পর্যায়ে প্রায় তিন শতাধিক পুরষ্কার শিক্ষক,শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে বিতরণ করা হয়। পরিশেষে মিলাদ-কিয়াম ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।