
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রাজধানীর টিম সদরঘাটে ৮ লাখ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো। তুহিন(২৭), সবুজ(২২), এবং শাহজাহান (৩০)। মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে র্যাব -১ এর সহকারী পুলিশ সুপার মো। কামরুজ্জামা নেতৃত্বে তারা আটক হন।তিনজন বরগুনার একটি লঞ্চে ঢাকায় আসছিলেন, প্রাথমিক
জিজ্ঞাসাবাদে জানা গেছে। এসআই কামরুজ্জামান জানান- তারা ৮ লাখ মেথাম ফেটামাইন ভিত্তিক ইয়াবা ট্যাবলেট বহন করে যা কমপক্ষে ৫শ কোটি টাকা। মঙ্গলবার বিকেলে ৪ টার দিকে মিডিয়া ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানানো হবে।