লালমনিরহাট প্রতিনিধি: জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য গাজা ও ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর
নেতৃত্বে এসআই বাদল কুমার মন্ডল, এসআই তুষার চন্দ্র, এএসআই প্রকাশ চন্দ্র ০৭/০৪/১৯ তারিখ কালীগঞ্জ থানার কাকিনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০১(এক) কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী, কাকিনা ইউনিয়ন এর মহিষামুড়ি এলাকার মোঃ বাচ্চা মিয়ার পুত্র মোস্তাফিজার রহমান (২৮) এবং চন্দ্রপুর ইউনিয়ন এ অভিযান চালিয়ে
বোতলা গ্রামের শরত চন্দ্র রায় এর পুত্র স্বদীপ চন্দ্র রায় (২১) কে ৫৮ (আটান্ন) বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয় এবং উত্তর বালাপাড়া গ্রামের আজিমুদ্দিন এর পুত্র ছাদ্দাম মিয়া (২৫) পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ সংক্রান্তে
কালীগঞ্জ থানার মামলা নং- ০৮, তাং- ০৬/০৪/১৯ ইং, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৩(গ) রুজু হয়েছে।