সাইকেলে চড়ে মেলায় যাওয়ার পথে চট্টগ্রামে বাসের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।আজ সোমবার সকালে চান্দগাঁও থানার আরাকান সড়কের সিঅ্যান্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।নিহত স্কুল ছাত্রের নাম জিসান উদ্দিন রায়হান (৮)।জিসান চান্দগাঁও কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। চান্দগাঁও
সানোয়ারা আবাসিক এলাকার জাক্কুন সওদাগর কলোনিতে তাদের বাসা।চান্দগাঁও থানার এএসআই সাইফুদ্দিন মানিক জানান, সকালে জিসান তার এক বন্ধুর সাথে সাইকেলে করে মৌলভী পুকুর পাড় এলাকায় বৈশাখী মেলায় যাচ্ছিল।“এসময় কালুরঘাটগামী ১ নম্বর রুটের একটি বাস তাদের সাইকেলের পেছনে ধাক্কা দিলে জিসান পড়ে গিয়ে
গুরুতর আহত হয়।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, গুরুতর আহত জিসানকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।