
গোপালগঞ্জে পরকীয়ার জেরে এক নারীকে হত্যা করা হয়েছে; তার স্বামী এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।গোপালগঞ্জের মুকসুদপুর থানার এসআই দেলোয়ার হোসেন বলেন,আজ মঙ্গলবার সকালে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের বাড়ি থেকে তারা ওই গৃহবধূর লাশ উদ্ধার করেন।নিহত স্বপ্না বেগম (২৮) ওই এলাকার আরজু শেখের
স্ত্রী।ঘটনার পর থেকে আরজু পলাতক রয়েছেন বলে জানায় পুলিশ । এসআই বলেন, সদর উপজেলার কলপুর গ্রামের মিল্টন মোল্লার মেয়ে স্বপ্নার সঙ্গে ১২ বছর আগে মুকসুদপুর উপজেলা সদরের কমলাপুর গ্রামের টুকু শেখের ছেলে আরজুর বিয়ে হয়। তাদের সংসরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।“সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে স্বপ্নার লাশ
উদ্ধার করা হয়।ওই গৃহবধূর ভাই রবিউল মোল্লার অভিযোগ, “আরজুর অন্য একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। এ নিয়ে বিরোধের জের ধরে সে আমার বোনকে হত্যা করেছে।”ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপতালের মর্গে পাঠানো হয়েছে।