
চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ডেপুটি মেয়র ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব দস্তগীর চৌধুরীর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আগামীকাল ১৭ এপ্রিল চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিকাল ৪ টায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা, সকাল ১০ টায় চৈতন্য গলিস্থ কবরস্থানে কবরে
পুস্পস্তবক অর্পণ ও জেয়ারতের কর্মসূচি পালন করা হবে। উক্ত কর্মসূচিতে দলের সকল নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর অনুরোধ জানিয়েছেন। এছাড়া মরহুমের পারিবারিক বাসভবনে খতমে কোরআন, মাহফিল, কবর জেয়ারত ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।