
দোহাজারী জামিজুরী আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের এক সাধারণ সভা প্রাক্তন ছাত্র নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে প্রত্যেক ব্যাচের প্রস্তাবিত প্রতিনিধিগণ উপস্থিতিতে উক্ত সাধারণ সভায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উপদেষ্ঠা মন্ডলীর সর্বসম্মতিক্রমে অত্র বিদ্যালয়
পরিচালনা কমিটির সভাপতি বশির উদ্দিন মুরাদকে সভাপতি ও ফয়েজ আহমদ টিপুকে সাধারণ সম্পাদক করে ৯৫ সদস্য বিশিষ্ট দোহাজারী জামিজুরী আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের কমিটি গঠন করা হয়।