
মাহমুদুল হাসান টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা নদীর পানিতে খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু ঘটে। আজ শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে এই মর্মান্তিক মৃত্যু ঘটে। শিশু দুটি গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তারা সম্পর্কে আপন চাচাতো বোন। নিহত দুই বোন চিতুলিয়াপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মোহন মিয়ার মেয়ে ঋতু খাতুন (৫) ও সুমন আলীর মেয়ে ছোয়া আক্তার (৬)। নিহতের খবরটির সত্যতা ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম সাংবাদিকদের নিশ্চিত করেছে।স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ও পারিবারিক সূত্রে জানা যায় যে, বাড়ির পাশেই
যমুনা নদী। গ্রীষ্মের তীব্র গরমে তারা নদীদে নেমে পানি খেলা খেলছিলো। ঠিক কিছুক্ষণ পর সবাই যখন জুমার নামাজ পড়তে যায় দুই বোনকে সেখানে আর দেখতে পায়নি স্বজনরা। পরে অনেক খোঁজাখুজির পর রাহাজানি শুরু করে দেন তারা । কান্নাকাটির শব্দ শোনে স্থানিয়রা ঘটনাস্থলে চলে আসে, এ সময় নদীতে এক ছেলে গোসল করতে নামলে দেখতে পান একটি শিশু পানিতে ভাসছে। পরে সে চিৎকার করে উঠলে পরিবারের লোকজন পানি থেকে ঋতু নামের শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। আরেক বোন ছোয়া আক্তার কে না পেয়ে হতাশ হয়ে যায় তার পরিবারের
লোকজন। এরপর পানিতে খোঁজাখুজি করে ছোয়াকেও আহত অবস্থায় উদ্ধার করে। নিহত ঋতু ও ছোয়াকে দ্রুত ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে ছোয়ারও মৃত্যু হয়। সাংবাদিকরা স্থানীয়দের মৃত্যুর কারণ জানতে চাইলে তারা অনুমান করে বলেন- আসলে বেলা ১ টায় সবাই জুমার নামাজে গেছে, এছাড়া জীন পেত্নী চলাচলের সময় এটা, কেউ না থাকাতে জিনে বলিও নিতে পারে।