
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে সেই ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ক্ষতিগ্রস্থ কৃষকরা পেলো পুড়ে যাওয়া ধানের মূল্য। এদের মধ্যে ক্ষতিগ্রস্থ ৫১ জন কৃষক পেয়েছেন ৩ লাখ ৩২ হাজার ৯৫০ টাকা।
উল্লেখ্য যে, গত ২৮ এপ্রিল উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামে অবস্থিত এএনবি-২ ইট ভাটার বিষাক্ত ধোয়ার ফলে উত্তরপাশের্^র ১৬ একর জমির ধান ক্ষেতের ধান পুড়ে যায়। জাতীয় দৈনিকসহ বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের পর গত ৫ মে বহুরিয়া ইউনিয়ন পরিষদ ভবনে ভাটা মালিক পক্ষ, ক্ষতিগ্রস্থ কৃষক, ইউপি চেয়ারম্যান, মেম্বার, উপজেলা কৃষি
উপ-সহকারিসহ স্থানীয় অন্যান্যদের সমন্বয়ে কৃষকদের ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করার উদ্যোগ নেন। এতে উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ তোফায়েল হোসেন কর্তৃক ক্ষতিগ্রস্থ কৃষি জমি চিহ্নিতকরণ, ক্ষতিগ্রস্থ কৃষকদের নামের তালিকা তৈরি ও ক্ষতির পরিমাণ নির্ণয় করেন। ক্ষতিগ্রস্থ কৃষক তারা মিয়া তার প্রায় ১০০ শতাংশ ক্ষতিগ্রস্থ ধান ক্ষেতের বিপরীতে ৩৬ হাজার
৪ শত টাকা পেয়েছেন বলে জানান। এছাড়াও শতাংশ প্রতি ৩৯০ টাকা হারে ক্ষতিগ্রস্থ কৃষক বাছেদ মিয়া, হাবেজ উদ্দিন, আওলাদ হোসেনসহ বাকি সর্বমোট ৫১ জন কৃষক ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেবে টাকা পেয়েছেন বলে উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান সূত্রে নিশ্চিত হওয়া গেছে।