মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের বেনাপোলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ দোকানদারকে অর্থ জরিমানাসহ বিপুল পরিমাণের নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করে আগুণে পোড়ালেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডল এ সময় তিনি বলেন পলিথিন ব্যাগ পরিবেশে ও স্বাস্থ্যের ক্ষতি করে গত বৃহস্পতিবার (২৩ই মে) দুপুরে বেনাপোল বাজারের বাহাদুরপুর মোড়স্থ্য এবং সোনালি ব্যাংক এর বিপরীত দিকে রাজ বেকারীর মিষ্টিতে মাছি এবং কবির ট্রেডার্স এ মানুষের খাদ্যের পাশে পশুর খাদ্য এক সাথে মিলে মিসে থাকায় রাজ বেকারীকে
এক হাজার টাকা এবং কবির ট্রেডার্স কে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ২ দোকান থেকে বিপুল পরিমাণের নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করে শত মানুষের সামনে আগুণে পোড়ালেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারি ম্যাজিস্ট্রেট (ইউএনও) পুলক কুমার মন্ডল।শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডল বলেন, বৃহস্পতিবার(২৩ই মে) দুপুরে শার্শা উপজেলার বেনাপোল বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ও পণ্যের পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর উপর বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা ও
জরিমানা করা হয়েছে। ব্যবসায়ীরা সংশোধন না হওয়া পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।এসময় উপস্থিত ছিলেন বেনাপোল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বেনাপোল পৌরসভার স্যানিটারি ও নিরাপদ খাদ্য পরিদর্শক রাশিদা খাতুন,বেনাপোল পোর্ট থানার পুলিশ ও শার্শা উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারি।এসময় পূলক কুমার মন্ডল বলেন, সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে স্বাস্থ্যের প্রতি নিজের খেয়াল নিজেকে রাখতে হবে এবং পলিথিনের ব্যবহার কমাতে হবে