
মাহমুদুল হাসান:টাঙ্গাইল (ভূঞাপুর) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে তাসের আড্ডায় পুলিশী অভিযান চালানোর সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গোপালপুর পুলিশ তাসের আড্ডাস্থল থেকে চারজনকে আটক করেছে। শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে। মৃত্যুবরণকারীর নাম আব্দুল হাকিম (৫০)। তিনি ঝাওয়াইল গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।এ ঘটনায় আটকৃকতরা হলো- সুরুজ্জামান, রিপন রায়, হারাধন চন্দ্র বিশ্বাস ও গৌরাঙ্গ রায়।তবে এলাকাবাসীর অভিযোগ পুলিশ একটি মাইক্রোবাস নিয়ে সাদা পোশাকে সেখানে গিয়ে
তাদের সবাইকে ধরে ফেলে। এ সময় আব্দুল হাকিম অসুস্থ হয়ে ঢলে পড়ে। পরে পুলিশ তাকে ফেলে চারজনকে নিয়ে চলে যায়।ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিযে আব্দুল হাকিমকে মাঠে পড়ে থাকতে দেখেন। পরে কয়েকজন মিলে হাকিমকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।আব্দুল হাকিমের মৃত্যুর খবর এলাকায় পৌঁছার পর মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠে। ইফতারের পর কয়েকশ মানুষ গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভীড় করে। এ সময় এলাকাবাসী
হাকিমের মৃত্যুর জন্যে পুলিশকে দোষী করে তারা হসপিটালের সামনে আগুন জালিয়ে বিক্ষোভ করে এবং দোষী পুলিশের শাস্তির দাবি জানান।গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন জানান, ঝাওয়াইল ইউনিয়নের ঝাওয়াইল টেকটিক্যাল কলেজ মাঠে কিছু লোক টাকার বিনিময়ে তাস খেলার সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় চারজনকে আটক করা হয়। কিন্তু দুইজন দৌঁড়ে পালায়। তিনি জানান, লাশের ময়না তদন্ত শেষ হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তার মৃত্যুর কারণ।