ছাতক প্রতিনিধি:
জাতীয় পাটির কেন্দ্রিয় কমিটির নিবাহী সদস্য আ,ন,,ম কনা মিয়া বলেছেন,ছাতক দোয়ারাবাজার নিবাচনী এলাকায় রাজনৈতিক ইতিহাসে জ্বলজ্বলে এক উজ্জ্বল তারকার নাম বীরমুক্তিযোদ্ধা সাবেক এমপি এডভোকেট আব্দুল মজিদ । তার মহতি কর্ম ও অবদানের জন্য তিনি আজও সুনামগঞ্জ ৫আসনে হাজার হাজার মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে আজীবন । অবহেলিত নিষ্পেষিত অশিক্ষা, দারিদ্র ও হতাশায় তিলে তিলে ধুঁকে ধুঁকে নিঃশেষ হয়ে যাচ্ছিলেন আলোর মশাল জ্বালিয়ে শিক্ষা বিস্তারে অনন্য অবদান রেখে গেছেন তিনি। তিনি গনমানুষের নেতা সাবেক এমপি
এডভোকেট আব্দুল মজিদ ছাতক দোয়ারাবাজার এলাকার মুসলিম সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক ,বাতিঘর হিসাবে আমাদের আজীবন বেচে থাকবেন বলে প্রধান হিসেবে আব্দুল মজিদ মাষ্টারে স্মরনে শোকসভা,ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। গত শুত্রুবার সন্ধ্যায় ছাতক উপজেলা শাখার উদ্দ্যোগে গোবিন্দগঞ্জ স্থায়ী কায্যালয় অনুষ্টিত জাপার সভাপতি আবুল লেইছ মোহাম্মদ কাহারের বাসভবনে এ স্মরণ সভায় উপজেলার জাপার সভাপতি আবুল লেইছ কাহারের সভাপতিত্বে ও জাতীয় যুব সংহতি সভাপতি জহিরুল ইসলাম জহিরের পরিচালনায়
অনুষ্টিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন, জাপার কেন্দ্রিয় কমিটির নিবাহী সদস্য আ.ন.ম কনা মিয়া।বিশেষ অতিথি ছিলেন,জাপার কেন্দ্রিয় কমিটি নিবাহী সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম,শাসছদ্দীন, এডভোকেট নাজমুল হুদা হিমেল,কৃষক পাটি কেন্দ্রিয় কমিটির সহসভাপতি আব্দুল আউয়াল। অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, এইচ এম ফারুক, হারুন মিয়া, নুর হোসেন মোঃআব্দুল্লা, শামীম আহমদ, সেলিম আহমদ, আবুল হাসনাত,ইসমাইল হোসেন,অলি আহমদ ছায়েদ ,আমির আলী,রিপন মিয়া, উসমান আহমদ,আবু সুফিয়ান, মোহন, হারিছ আলী, আবুল খয়ের,রাসেল আহমদ, লায়েছ আহমদ,আজমল আলী প্রমুখ।ইফতার আগে দোয়া পরিচালনা করেন স্থানীয় ইমাম