সামাজিক সংগঠন পথরাজ্য’র উদ্যোগে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গত ২৮ মে ২০১৯ইং সুবিধাবি ত পথশিশুদের মধ্যে ঈদের নতুন জামা বিতরণ কর্মসূচি ও ইফতার মাহফিল সংগঠনের উপদেষ্টা ইমতিয়াজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পথরাজ্যের সাধারণ সম্পাদক দিপন বড়–য়ার স ালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহ-সভাপতি সৈয়দ মোরশেদ হোসেন, এডভোকেট মোস্তফা আনোয়ারুল ইসলাম, চট্টগ্রাম জেলা কারাগারের বেসরকারি
কারা পরিদর্শক আব্দুল মান্নান, সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সভাপতি ওসমান ফারুকি হিমাদ্রী, ডেল্টা লার্নিং সেন্টার’র প্রধান নির্বাহী মো: আলমগীর, এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, জুয়েল আহমেদ, ব্যাংকার মো: নাদিম, ছাত্রনেতা হোসেন মো: এরশাদ, পথরাজ্য সংগঠনের উপদেষ্টা মো: ওসমান, হাটহাজারী ছাত্র সমিতি’র সভাপতি মেজবাহ উদ্দিন পেয়ারু, ইফতেখার, বশির আহমেদ, মারজান আক্তার, আজিজুর রহমান (আরিয়ান), শাহাদাত হোসেন, ফারহান, মোতালেব, ইরা, উর্মি, দিলশাহারা, জান্নাতুল কেয়া, মুনতাহা, সালমান,
জালাল, জেসমিন, শোভন প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে এম এ সালাম বলেন-পথশিশুদের উন্নয়নের মূল ¯্রােতে ফিরিয়ে আনতে হবে। পথরাজ্যের উদ্যোগে অসহায় শিশুদের সাথে সমভাবে ঈদের আনন্দ উপভোগ করার যে প্রয়াস তা অতুলনীয়। ক্ষুদ্র ক্ষুদ্র সামর্থ্য সত্ত্বেও তরুণদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অধিকার বি ত শিশুদের কল্যাণ নিশ্চিত করতে হবে।