
মোঃ তাজুল ইসলাম মিয়াজীঃ
ওমান সালালাহ্ সব থেকে বড় মসজিদ সুলতান কাবুজ মসজিদ, সালালাহ্ সকল মুসল্লি বাংলাদেশি ওমানিসহ বিভিন্ন দেশে মুসল্লি এক সঙ্গে জামাতে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য প্রায় ২ ঘণ্টা আগে গিয়ে মসজিদে বসে থাকেন, না হয় মসজিদের বাহিরে নামাজ পড়তে হয় বলে ২ ঘণ্টা আগে গিয়ে বসে থাকেন মুসল্লিরা।এই মসজিদে বাহিরে এবং ভিতরে প্রায় ৫ হাজার মুসল্লি এক সাথে জামাতে নামাজ আদায় করতে পাড়েন, এই মসজিদের সুনন্দরর্য্য মসজিদের লাইটিং ঝাড়বাতি, কারপেট মসজিদের ডিজাইন, মসজিদের চার পাশ সবুজ ঘাস নজর কেড়েছে সকল মুসল্লিদের।এবং মসজিদে
প্রতিনিয়ত নিরাপত্তা রয়েছে, এতে প্রতি শুক্রবার জুমার নামাজের মুসল্লিদের নিরাপত্তা জন্য কাজ করে ওমান রয়েল পুলিশ, ওমান সেনাবাহিনী, মুসল্লিদের নিরাপত্তা জন্য নিয়জিত থাকেন।এতে মুসল্লিরা সুলতান কাবুজ মসজিদে নামাজ আদায় করে নিজেকে ধন্য মনে করেন।এতে প্রবাসী বাংলাদেশিরা এখানে নামাজ পড়তে আসে তাদের আত্মীয়স্বজনদের সাথে দেখা করতে কারণ ঈদের নামাজের মত দূর দূরান্ত থেকে এখানে নামাজ আদায় করতে আসে বাংলাদেশি প্রবাসীরা।বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদরে জন্য প্রতি শুক্রবার হয়ে উঠে আনন্দ মিলন মেলা।