গত ২৪ জুন, সোমবার সকাল ১০ টায় ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম ছোবহানিয়া আলীয়া কামিল (এম.এ) মাদ্রাসার কামিল (হাদিস) ২য় বর্ষের শিক্ষার্থীদের সহীহ বুখারী শরীফ সবক প্রদান অনুষ্ঠান অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ মুফতি মুহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জুলফিকার আলী চৌধুরীর স ালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা এইচ এম ফোরকান চৌধুরী। উদ্বোধনী বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জুলফিকার আলী চৌধুরী। সবক প্রদান অনুষ্ঠান পরিচালনা করেন শায়খুল হাদিস
আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী (মা:জি:আ:)। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন- মুহাদ্দিস মুহাম্মদ আনোয়ার হোসাইন, মুহাদ্দিস পীরজাদা মাজহারুল ইসলাম নিজামী, ড. মুহাম্মদ মতিউল ইসলাম। বক্তারা বলেন এদেশ সংখ্যা গরিষ্ঠ মুসলিম দেশ। এদেশের অসংখ্য মসজিদ, মাদ্রাসা, খানেকাহ, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিত্ব রক্ষায় যোগ্য আলেম হওয়ার কোন বিকল্প নেই। যোগ্য আলেম তৈরীতে ইলমে হাদিসের চর্চা অব্যহত রাখতে হবে। ইলমে হাদিসের চর্চা ও পাঠদানে ছোবহানিয়া আলীয়া মাদ্রাসা দীর্ঘদিন যাবৎ অসামান্য অবদান রেখে যাচ্ছে। এ মাদ্রাসায় অধ্যয়ন করে অসংখ্য যোগ্য আলেম বর্তমানে দেশ ও দেশের বাইরে দ্বীন ধর্ম, মাযহাব-মিল্লাতের খেদমত করে যাচ্ছে। এরেই ধারাবাহিকতায় আজকের সবক অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ।