
স্বাধীনতা সংগ্রামী মানিক চৌধুরীকে শুধু আগরতলা মামলায় অভিযুক্ত হিসেবেই বিবেচনা করলে চলবে না। মনে রাখতে হবে যুক্তফ্রন্ট গঠনের সময় থেকে তিনি মানুষের মুক্তির জন্য রাস্তায় নেমেছিলেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তার পথচলা থামেনি। স্বৈরাচারী শাসকেরা জানতেন তিনি কেমন, যে কারণে বঙ্গবন্ধু হত্যার পর তাজউদ্দিন আহমদের সঙ্গে তাকেও গ্রেফতার করা হয়। মন্ত্রীত্বের বদলে মুক্তির শর্ত দেওয়া হয়। পথ-পদবীর প্রতি মানিক চৌধুরীর লোভ না থাকায় যা তিনি গ্রহণ করেননি। মানিক চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে আজ ৩০ জুন, বিকাল ৩ টায়
প্রয়াতের জন্মস্থান চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ গ্রামে প্রয়াতের ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মৃতি সংসদের সভাপতি বিপ্লব দাশগুপ্তের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার দত্ত’র স ালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সভাপতি কা ন মজুমদার, হাবিলাসদ্বীপ ঈশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্বপন চৌধুরী, যুগ্ম সম্পাদক প্রদর্শক অশোক চৌধুরী, অভিজিত মজুমদার শানু, মেম্বার শ্রীধর মজুমদার, হাবিলাসদ্বীপ ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি অনিল চৌধুরী, সাধারণ
সম্পাদক দীপক সরকার, হাবিলাসদ্বীপ ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. হারাধন দত্ত, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক লিটন মজুমদার বাবু, প্রধান শিক্ষক সূদর্শন দেব, প্রধান শিক্ষক কামরুল হাসান, অনিমেষ বড়–য়া, দোলন বড়–য়া, তাপস দাশ, শিল্পী চৌধুরী, সোমা চৌধুরী, সৈকত দেব, গীতা চন্দ, গবী আহমদ প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম দাতা, স্বাধীনতা সংগ্রামের বিস্মৃত নায়ক মানিক চৌধুরী ছিলেন স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্র প্রস্তুতকারী ব্যক্তিত্ব। তাঁর
আজীবন সংগ্রাম ছিল বাংলাদেশের স্বাধীনতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার। তাঁর আজীবন ব্রত ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন ও বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ গড়ার। তিনি দরাজ হস্তে দলের জন্য দান করতে যত অকৃপন ছিলেন, নিজেকে জাহির করতে কৃপন ছিলেন মানিক চৌধুরী। ফলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুবই কাছের ও আস্থাভাজন মানুষ হওয়া সত্বেও তাঁর ওপর প্রচারের আলো পড়েনি। পদ নয়, ক্ষমতা নয়, আদর্শ ছিল তার আরধ্য। বঙ্গবন্ধুর সাথে এই চিন্তার ঐক্যই মানিক চৌধুরীকে তাঁর অনুরাগী ও অনুগামী করে তোলে। সভার পুর্বে সংগঠনের নেতৃবৃন্দ তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে তাঁকে শ্রদ্ধা জানান।