
বেনাপোল প্রতিনিধিঃ
নাজমুল হোসেন নামে এক যুবককে আটক করেছে বেনাপোল বর্ডার গার্ড বিজিবি সদস্যরা এ সময় তার কাছে তিনটি স্বর্ণের বারসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয় যশোরের বেনাপোল সীমান্তে তিন পিস (১ কেজি ১৬৯ গ্রাম) স্বর্ণের বার ও ১টি মোটরসাইকেলসহ নাজমুল হোসেন নামে এক পাচারকারীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা। আটক নাজমুল বেনাপোল পোর্ট থানার অধীনস্থ পুটখালী গ্রামের আতিয়ারের ছেলে। মঙ্গলবার (৯ই জুলাই) বেনাপোলের শিকড়ী বটতলা থেকে তাকে আটক করে।৪৯ বর্ডার গার্ড
বাংলাদেশ (বিজিবি) লে. কর্নেল সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, শিকড়ি বটতলা এলাকায় অভিযান চালিয়ে তিন পিস (১কেজি ১৬৯ গ্রাম) স্বর্ণের বার ও ১টি মোটরসাইকেলসহ নাজমুলকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক মুল্য (৫২ লক্ষ ৯০ হাজার) টাকা। তিনি আরো বলেন, উদ্ধারকৃত স্বর্ণের বারসহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।পরবর্তীতে তাকে আদালতে পাঠানো হবে পাচারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দায়িত্ব প্রশাসনের