
নিজস্ব প্রতিনিধি
আল তাকওয়া হজ্ব কাফেলার উদ্যোগে ২০১৯ সালের সম্মানিত হজ্ব গমনেচ্ছুদের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা এবং মরহুম/মরহুমা হুজ্জাজে একরাম গণের ইছালে সওয়াব ও পুনঃমিলনী অনুষ্ঠান১৬জুলাই রোজ মঙ্গলবার নগরীর হযরত গরীবউল্লাহ শাহ মাজার সংলগ্ন ‘কে স্কোয়ার’ কনভেনশন সেন্টারে সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানের কর্মসূচীর শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মৌলানা মো: মামুন। এবং আল তাকওয়া হজ্ব কাফেলা ট্যুরস এন্ড ট্রাভেল এর সত্ত্বাধিকারী ও হাব কেন্দ্রীয় পরিষদের ইসি সদস্য জনাব মোঃ আব্দুল করিম এবং আল
তাকওয়া হজ্ব কাফেলা ট্যুরস এন্ড ট্রাভেল এর পরিচালক আলহাজ্ব এম.এ কাইয়ুমের যৌথ সভাপতিত্বে মোঃ ফরিদ উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন হাব চট্টগ্রাম শাখার চেয়ারম্যান ও গালফ ট্রাভেলস এর সত্ত্বাধিকারী জনাব মো: শাহ আলম। প্রধান বক্তা ছিলেন,সিএমপি’র গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোস্তাইন হোসেন(বিপিএম)। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন আটাব চট্টগ্রাম জোনের সভাপতি এবং কনকর্ড ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী মো: আবু জাফর, হাব কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সচিব ও চট্টগ্রাম জোনের সম্পাদক এবং হক ইন্টারন্যাশনাল-এর স্বত্বাধিকারী জনাব মাহমুদুল হক পেয়ারু, হালিশহর মার্ট এর স্বত্বাধিকারী /বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর জনাব মোহাম্মদ খসরুল আলম
আকন এবং ডিজিটাল এয়ার এর স্বত্বাধিকারী হাবিবুর রহমান খান।প্রধান অতিথি হজ্ব গমনেচ্ছুদের উদ্দেশ্যে বলেন, হজ্বের উদ্দেশ্যে বিমানে আরোহণের পর থেকে সবাইকে সদা সচেতন থাকতে হবে। সৌদি আরবে পৌঁছার পর কেউ যদি একা হয়ে যান তাহলে উদ্বিগ্ন না হযে় যথাস্থানে অপেক্ষা করতে হবে। এছাড়া যেকোন বিপদ আপদে সার্বক্ষনিক কাফেলার পরিচালকের সাথে যোগাযোগের অনুরোধ জানান তিনি।প্রধান বক্তা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বলেন, বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। তাই কাউকে কোন
বিষয়ে ভোগান্তিতে পড়তে হয় না। সবার জন্য চালু রয়েছে জরুরী সেবা ৯৯৯ সার্ভিস। এর মাধ্যমে মুহূর্তেই বিপদগ্রস্ত ব্যক্তির পাশে পৌঁছে যাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।অনুষ্ঠানে অন্যান্য আলোচকবৃন্দ হলেন, মাওলানা এমদাদুল হক ছায়েদী,
প্রফেসর জয়নাল আবেদীন নওশাদ, মাওলানা ওসমান গনি আল কাদেরী, মাওলানা আনোয়ার সাহেব, মাওলানা কামাল উদ্দিন মজুমদার এবং শাহজাদা মোহাম্মদ নয়ন প্রমুখ।বক্তারা হজ্বযাত্রীদের জন্য বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী এবং ধর্মমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানান এবং হজ্ব গমনেচ্ছুদের সুস্বাস্থ্য কামনা করেন।সবার জন্য বিশেষ দোয়া মাহফিল শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।