
আজ ১৯ জুলাই, রোজ শুক্রবার ৩ ঘটিকার সময় বহদ্দার হাট ১ কিলোমিটার মোহনা ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠন চাঁন্দগাও থানা ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড শাখার উদ্যোগে সমাবেশে ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সভাপতি কাউন্সিলর দোস্ত মোহাম্মদ, নগর ছাত্রদল নেতা আবু সৈয়দ রাসেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি নগর বিএনপি নেতা আলহাজ্ব এম এ
হাশেম রাজু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদল চাঁন্দগাও থানা শাখার সাবেক আহ্বায়ক নগর যুবদল নেতা জাফর আহমদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পূর্ব ষোলশহর ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুন্নবী, বক্তব্য রাখেন চাঁন্দগাও থানা যুবদলের নবনির্বাচিত সভাপতি মোঃ ওমর ফারুক, সহ-সভাপতি মোঃ শহীদুল ইসলাম শহীদ, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের নবনির্বাচিত সভাপতি মোঃ শাহজাহান, সিনিয়র সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোঃ
ফজল কবির, আলী আকবর, মোঃ রুবেল, মোঃ সোলাইমান, মোঃ রমজান, মোঃ মিজান, নাঈম উদ্দিন, মোঃ বাবুল, মোঃ সাদ্দাম, নুর মোহাম্মদ, মোঃ জিসান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নগর বিএনপি নেতা এম এ হাশেম রাজু বলেন, আজকের সমাবেশ খালেদা জিয়ার মুক্তির মিছিলে মিছিলে চট্টগ্রামের মাটি জনসমুদ্রে পরিণত হবে। খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা কোনভাবেই সম্ভব নয়। তাই সরকারের নিকট আহ্বান থাকবে জনগণের ভাষা বুঝতে চেষ্ঠা করুন। অন্যথায় এদেশের গণতান্ত্রিকামী জনগণ উচিত শিক্ষা
দিবে। দীর্ঘদিন যাবৎ নিরাপরাধ তিন বারের সাবেক প্রধান মন্ত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে জামিন যোগ্য মামলায় জামিন না দিয়ে কারাগারে আটক রেখে সরকার লাশ বাহির করতে চাই।সভাপতির বক্তব্যে কাউন্সিলর দোস্ত মোহাম্মদ বলেন, আগামী কালের সমাবেশে পূর্ব ষোলশহরের মাটি বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এরশাদ উল্লাহর নেতৃত্বে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য সমবেত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে একটি প্রচার মিছিল বহদ্দার হাট, বাস টার্মিনাল, রাহাত্তরপুর গিয়ে শেষ হয়।