
মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালে রোববার (২১ই জুলাই) দুপুরে ভারতগামী পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে নয়ন (২৫) কে আটক করে আনসার সদস্যরা এবং তাকে আটক করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।আটক নয়ন বেনাপোলের বড়আঁচড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।কাস্টমসের নিরাপত্তা সংস্থ্যা আনসার ব্যাটালিয়নের পিসি মাহাবুব হোসেন জানান, ওই ছিনতাইকারী গোয়েন্দা কর্মকর্তা সেজে প্যাসেঞ্জার টার্মিনালে লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীর কাছে কত টাকা আসে জানতে চায়।
পরে ওই যাত্রীরা টাকা বের করে দেখালে তার হাত থেকে টাকা নিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় যাত্রী আনসার সদস্যের কাছে অভিযোগ করলে অভিযুক্ত ছিনতাইকারীকে আটক করে পুলিশে তুলে দেওয়া হয়।বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক(এসআই) আব্দুল লতিফ জানান, আটকের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।