
মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ
বাড়ি থেকে রাগ করে বের হওয়ার পর চার দিনের মাথায় ইছামতি নদী থেকে মৃতদেহ উদ্ধার করেছে বিজিবি ইশারত নামের এই যুবক চার দিন আগে বাড়ি থেকে রাগারাগি করে বের হয়ে যায় পরে চারদিন পরে ইছামতি নদী থেকে তার লাশ উদ্ধার করে বিজিবি সদস্যরা যশোর বেনাপোলের দৌলতপুর সীমান্তের ইছামতি নদী থেকে সোমবার (২৯ই জুলাই) সকাল ৯ টার সময় ইশারত (২৮) নামে এক বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার করে বেনাপোল পোর্ট থানার পুলিশ। মৃতদেহের পরনে লুঙ্গি ছাড়া কিছু ছিল না । উদ্ধারকৃত মৃত ইশারত বেনাপোল
পৌরসভার ভবেরবেড় গ্রামের আয়ুব আলীর ছেলে।ইশারতের পরিবার সুত্রে জানাই, সে বাড়ি থেকে রাগারাগি করে তিন দিন আগে নিখোঁজ হয়। সে একজন মৃগী রোগি। এরপর অনেক খোজাখুজির পর তার লাশ ভারত সীমান্তবর্তী বেনাপোলের দৌলতপুর সীমান্তের চরের মাঠে ইছামতি নদীতে পাওয়া যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেীলতপুর ক্যাম্পের নায়েক সুবেদার মুজিবর বলেন, গত দুই দিন যাবৎ ইশারতের পরিবার আমাদের কাছে অভিযোগ করে ইশারতকে পাওয়া যাচ্ছে না। সেই থেকে
তার পরিবার এর লোকজন সীমান্তের ইছামতি নদীতে লাশ খোজাখুজির এক পর্যায়ে আজ সকালে তার লাশটি ইছামতি নদীতে ভাসতে দেখে। এরপর বিজিবিকে খবর দিলে বিজিবি ঘটনাস্থলে উপস্থিত হয়।বেনাপোল পোর্ট থানার এ এসআই নাছির উদ্দিন বলেন, লাশ উদ্ধারের সময় তার গালে মুখে রক্ত দেখতে পাওয়া গেছে। তবে পোস্ট মডেম ছাড়া কিছু বলা যাবে না। সে কিভাবে মারা গেছে। লাশ পোস্ট মর্টেম এর জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।লাশের ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে