
মায়াফুলের বৃক্ষরোপন ও চারা বিতরণ অনুষ্ঠানে বক্তারা বাসযোগ্য আগামী পৃথিবী গড়তে গাছ লাগানোর কোনো বিকল্প নেই
বৃক্ষরোপনের মাধ্যমে সামাজিক বনায়ন ও প্রকৃতি রক্ষায় আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ ও অনুপ্রানিত করার লক্ষ্যে সামাজিক সংগঠন মায়াফুলের উদ্যোগে চট্টগ্রাম নগরীর পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়। নগরীর কুয়াইশ কলেজ, কিউ.বি কিন্ডারগার্টেন, কুয়াইশ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, কুয়াইশ মডেল
সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ মাদার্শা শ্যামা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে এ চারা বিতরণ করা হয়। দিনব্যাপি অনুষ্ঠানে মায়াফুলের সদস্যরা শিক্ষার্থীদের গাছের গুরুত্ব, প্রয়োজনীয়তা সহ কিভাবে গাছের যতœ ও পরিচর্যা করতে হবে তার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন- মায়াফুল সভাপতি বশির আহমেদ, কিউ.বি কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা মোঃ ইয়াছিন, প্রধান শিক্ষক কামরুন নাহারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, শিক্ষক-শিক্ষিকা। বক্তারা বলেন- শিশুদের সুন্দর ও বাসযোগ্য আগামী উপহার দিতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই,
গাছ লাগানোর পাশাপাশি তিনি গাছ টিকিয়ে রাখাকে গুরুত্ব দেন এবং উপস্থিত সকলকে গাছের গায়ে পেরেক লাগিয়ে সাইনবোর্ড না টাঙ্গানোর জন্য সচেতন করেন। এছাড়াও বৃক্ষরোপণ ও চারা বিতরনের মত সমাজ সচেতনতামূলক কাজে আরো বেশী এগিয়ে আসার আহবান জানান। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন মায়াফুলের কার্যনির্বাহী সদস্য মোঃ তামজিদ হোসাইন, অজয় পাল, সৈয়দ আব্দুল মালেক, মোঃ মনজুর মোরশেদ, সুজন চৌধুরী, তৌফিক উদ্দীন, ওমর ফারুক রিটন, ওমর ফারুক তানবীর প্রমুখ।