
বিজয়’৭১ আয়োজনে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে অদ্য ৬ আগস্ট সকাল ১০টায় হাটহাজারী আকবরিয়া স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন, বিতরণ ও পরিচর্যা কর্মসূচী অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের কো-চেয়ারম্যান এম এ সবুরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন চবি উপাচার্য্য, ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য্য ডা. প্রভাত চন্দ্র বড়–য়া। উদ্বোধক হিসেবে
উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন শাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্যাপন পরিষদের কো-চেয়ারম্যান ড. মাসুম চৌধুরী, কো-চেয়ারম্যান আলী আহমেদ শাহীন, আকবরিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল মনসুর, সম্মিলিত মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের আহ্বায়ক লায়ন ডা. আর.কে. রুবেল, নাজিম নিয়াজী, গভর্নিং বডির সদস্য মোঃ মাঈনুদ্দীন ইউসুফ, মোঃ ইকবাল বাবুল, আকবরিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম ওসমানী, আকবরিয়া কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ বাবু সুবল
শীল, আকবরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা পারভীন, যুবলীগ নেতা আক্কাস হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মুন্না প্রমুখ।
বৃক্ষরোপ অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্মল পরিবেশ রক্ষায় বৃক্ষের অবদান অপরিসীম। পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি দেশে শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন সেখানে মাত্র ১২%। পরিবেশ বলতে আমাদের আশে পাশে দৃশ্য-অদৃশ্য সমস্ত বস্তু যেমন নদ-নদী, পাহাড়-পর্বত, বন-জঙ্গল, বায়ু, আলো, শব্দ, এ সবের সমন্বিত প্রভাব যা মানুষের এবং সমস্ত জীব জগতের জীবন যাত্রাকে প্রভাবিত করে এবং মানুষের জন্ম থেকে মৃত্যুর পর পর্যন্ত বৃক্ষ উপকার করে যায়।