
ছাতক প্রতিনিধি:
ছাতকে ট্রাফিক বিভাগ সুনামগঞ্জের উদ্যোগে গণসচেতনতামূল এক কর্মশালা সোমবার সকালে গোবিন্দগঞ্জ পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের সভাপতিত্বে ও ট্রাফিক সার্জন হামিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, ট্রাফিক বিভাগ দক্ষিন সুনামগঞ্জের টিআই রমজান আলী, টিআই শামছুল ইসলাম, ছাতক প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন আহমদ। বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, পরিবহন শ্রমিক নেতা আব্দুল খালিক, জমশিদ আলী, আফতাব উদ্দিন, খছরু মিয়া প্রমূখ। কর্মশালার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ট্রাফিকের এটিএসআই আব্দুর রহিম।