খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির উদ্যোগে ২দিনব্যাপী শিশু উৎসব ও সম্মেলন ১৯’র উদ্বোধন অনুষ্ঠান গতকাল ১৩ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর অনিরুদ্ধ বড়–য়া মুক্তমে সংগঠনের সভাপতি, পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডাঃ. এ. কিউ. এম. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী ডাঃ আফছারুল আমীন এমপি। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য আবদুল
মতিন ভুঁইয়া, হান্নান চৌধুরী, সম্পাদক মন্ডলীর সদস্য আবদুল মান্নান, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সহ সভাপতি সাংবাদিক এম.নাছিরুল হক, অধ্যাপক ড.বেণু কুমার দে, অজিত কুমার আইচ, কবি আশীষ সেন, সাধারণ সম্পাদক রুপক চৌধুরী প্রমুখ। সভার শুরুতে জাতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন অতিথিবৃন্দ। পুষ্পমাল্য অর্পন শেষে সংগঠনের সভাপতি প্রফেসর ডাঃ এ.কিউ.এম. সিরাজুল ইসলামের নেতৃত্বে এক বর্ণাঢ্য রেলী জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে ওয়াসা মোড পর্যন্ত পদক্ষীণ করে।
সভার উদ্বোধক সাবেকমন্ত্রী ডাঃ আফছারুল আমিন এমপি বলেন মুক্তিযুদ্ধের চেতনা ও মহান দেশপ্রেমের শিক্ষা শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে হবে। খেলাঘরই পারবে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্ধুদ্ব করতে। তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খেলাঘরই প্রথম শিশু একাডেমী করার প্রস্তাব দেন। তিনি শিশুদের মানসিক বিকাশে এবং উন্নত চরিত্রের অধিকারী হওয়ার জন্য শিক্ষার পাশাপাশি শুদ্ধ সাংস্কৃতিক চর্চা করার আহবান জানান। সভার সভাপতি বলেন, খেলাঘর সবসময় মুক্তিযুদ্ধের চেতনায় মহান দেশপ্রেমের শিক্ষা নিয়ে শিশু-
কিশোরদের উন্নত মনমানসিকতার সম্পন্ন আলোকিত মানুষ গড়তে যুগযুগ ধরে কাজ করে যাচ্ছে। খেলাঘরের মাধ্যমেই শিশু-কিশোরদের মনজগৎ তৈরিতে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে। তিনি শিশু-কিশোরদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তানকে শিক্ষার পাশাপাশি দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার সুযোগ করে দিন।