
শরতের শিউলি ঝরা বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে পূর্বা আয়োজিত ৭ম শরৎ উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা লায়ন্স ক্লাবের প্রাক্তন গর্ভনর লায়ন রূপম কিশোর বড়–য়া। পূর্বা’র উপদেষ্টা খন রঞ্জন রায়ের সভাপতিত্বে ও পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের স ালনায় উদ্বোধনী পর্বে অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর কোতোয়ালী ইউনিটের যুব বিষয়ক কর্মকর্তা জাহান উদ্দিন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর প্রকৌশলী রাশেদুর রহমান মিলন, প্রকৌশলী মোহাম্মদ আলী, সমাজকর্মী সুপ্রিয়া ঘোষ। সন্ধ্যায় শরতের
কথামালায় অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত গবেষক ড. মাহবুবুল হক, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, পিডি লাইট বাংলাদেশের ফেব্রিক গ্লু অফিসার মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন শওকত আলী সেলিম, দিদারুল আলম, পূর্বা’র সাধারণ সম্পাদক সায়মন শাহাদাত চৌধুরী, সহ সভাপতি জসিম উদ্দিন আমিরী, সুরধারার সভাপতি এড.শুভাগত চৌধুরী, বাউল শিল্পী মোজাহেরুল ইসলাম, আবৃত্তি শিল্পী মেজবাহ চৌধুরী, চিত্রশিল্পী হিরন্ময় চক্রবর্তী, পূর্বা’র সহ সভাপতি তৃষ্ণা চৌধুরী, অর্থ সম্পাদক শ্রাবনী চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক
প্রসেনজিৎ চৌধুরী জীবন, প্রান্তি ভট্টাচার্য্য, প্রীতম দাশ পাপ্পু, রিয়া, মো: রাব্বি, উর্মি আক্তার প্রমুখ। উৎসবে প্রায় দুইশ ক্ষুদে চিত্রকরদের অংশগ্রহণে চিত্র প্রদর্শনী এবং তিনশ শিশু চিত্রকরের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উৎসবে দলীয় ও বাউল সংগীত, দলীয় নৃত্য, আবৃত্তি ও মুকাভিনয় পরিবেশন করেন পূর্বার শিল্পীরা।