মাহমুদুল হাসান:ভূঞাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলে যাত্রীবাহী বাসের সাথে অটো বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে! টাঙ্গাইলের ভূঞাপুরে যাত্রীবাহী বাস ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত নারীসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ভূঞাপুর-তারাকান্দি সড়কের উপজেলার গারাবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত লিয়াকত আলী খান (৫৫) উপজেলার অজুর্না ইউনিয়নের জগৎপুরা গ্রামের আব্দুল্লাহ খানের ছেলে। তবে নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন জানান, সখীপুর থেকে ছেড়ে আসা গোপালপুরের পাথালিয়ার ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদগামী যাত্রীবাহী বাসের সঙ্গে নলীন থেকে আসা ভূঞাপুরগামী অটোবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোবাইকে থাকা অজ্ঞাত নারীসহ দুইজন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। দুর্ঘটনায় গুরুতর আহত অটোবাইকের চালক শাহিন শাহকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত নারীর মরদেহ পোস্ট ম্যাডামের জন্য একই হাসপাতালে পাঠানো হয়েছে।