কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাইয়ে স্থানীয় সরকার ও অধিদপ্তরে অর্থায়নে মঙ্গলবার বণার্ঢ্য আয়োজনে মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ৪’ কোটি ৬০’ লক্ষ টাকা ব্যায়ে নবনির্মিত কাপ্তাই উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, জাতীয় সাংসদ সদস্য জনাব দীপংকর তালুকদার এমপি। ফিতা কেটে ৪ ‘ তলা বিশিষ্ঠ ভবম ও হল রুমের শুভ উদ্বোধন করেন তিনি, এসময় তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের দেশ এখন এগিয়ে উন্নয়নশীল রাষ্ট্র হতে উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে।প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিটি উপজেলায়, বয়স্ক
ভাতা,প্রতিবন্ধী ভাতা,মুক্তিযুদ্ধ ভাতা,মাতৃত্ব কালীন ভাতা,বিধবা ভাতা, মহিলাদের প্রশিক্ষণ হিজরাদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতি মেধাবী ছাত্র ছাত্রী বেকার ভাতা শিক্ষা উপবৃক্তি ভাতা বহুু দিন দরে সরকার দিয়ে আসছেন।তিনি, আরো বলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এখন দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন তাই দুর্নীতি করলে কেউ পার পাবেন না, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভুমিকা রেখে আসছেন,বলে মন্তব্য করেন তিনি, এসময় মাননীয় প্রধানমন্ত্রীকে নোবেল পুরস্কার দেয়ার জোরদাবি জানিয়েছেন তিনি। এসময় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, কাপ্তাই উপজেলা
চেয়ারম্যান মোঃ মফিজুল হক,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটির এলজিআইডি নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরীর, কাপ্তাই উপজেলা নির্বাহীর কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য থোয়াইচিংমং মারমা,শান্তনা চাকমা,অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাওসার, উপজেলা আঃলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরীর। উপজেলা মাধ্যমিক শিক্ষাক কর্মকর্তা নাদির আহমেদ এর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিজয় মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল
লতিফ,চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী সহ আরও অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে সরকার বিভিন্ন দপ্তরের প্রধানগন,জনপ্রতিনীধি,আঃলীগ ও অঙ্গ সংগঠন বিপুল সংখ্যাক নেতা কর্মী, মুক্তিযুদ্বা,শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, প্রতিনীধি,হেডম্যান কারবারি এবং সমাজের নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।