
গত ৫ অক্টোবর রাত ৯ টায় এনায়েত বাজারস্থ গোয়ালপাড়ায় মহিলা সংঘ দুর্গাপূজা উদ্যাপন পরিষদের পূজামন্ডপ পরিদর্শন করছেন ফাইট ফর ওমেন রাইটস এর সভাপতি ও সাবেক কাউন্সিলর এডভোকেট রেহানা বেগম রানু। উক্ত পূজামন্ডপ পরিদর্শকালে এডভোকেট রেহানা বেগম রানু বলেন, আসম্প্রদায়িক চেতনায় আমরা বিশ্বাসী। বিশ্ব মানবতার জননী জননেত্রী শেখ হাসিনার যোগ্যনেতৃত্বে সৌহার্দপূর্ণ পরিবেশে প্রত্যেক ধর্মাবলম্বী মানুষ সুষ্ঠু, সুন্দর ও নিরাপত্তার সাথে ধর্মীয় উৎসব পালন করছে। এখানে কে দাশ? কে চৌধুরী? কে সৈয়দ? এটা বড় কথা নয়,
আমরা সবাই মানুষ? সবার রক্তের রং লাল। মানবতাই বড় ধর্ম। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মীনা চৌধুরী, সাধারণ সম্পাদক গীতা রুদ্র, শংকরী সেন, ইন্দ্রিরা ঘোষ, পূরবী রুদ্র, গীতা ঘোষ, রুমা দাশ, রিপা চৌধুরী, দেবীকা ঘোষ, মায়া চক্রবর্ত্তী প্রমুখ।