মহানগর গাউসিয়া কমিটির কাউন্সিলে আনজুমান ট্রাস্ট সি.ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন ত্বাকওয়া অর্জনের মাধ্যমে একটি সুন্দর-সুশীল সমাজ
গঠন করাই গাউসিয়া কমিটির কাজ চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির কাউন্সিলের প্রধান অতিথি আনজুমান-এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সি.ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন বলেন, রাহনুমায়ে শরিয়ত ও তরিকত, মুর্শেদে বরহক, মুজাদ্দিদে দ্বীনো মিলাত, আওলাদে রাসুল, গাউসে জামান, হযরতুল আলামা হাফেজ কারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) গাউসিয়া কমিটি প্রতিষ্ঠা করেছিলেন বিভ্রান্ত আর বাতুলতার বিপরীতে খোদাভীরু তাকওয়াবান ব্যক্তির গড়ার মাধ্যমে একটি সুন্দর-সুশীল সমাজ গঠন করার জন্য। তাই, হুজুর কিবলার নির্দেশনার
আলোকে সঠিক দ্বীন-ইসলাম রক্ষার্থে সময়ের সকল অসংগতি আর বাতুলতাকে দূর করে পরিশুদ্ধ সমাজ কায়েমের দীপ্ত শপথে গাউসিয়া কমিটির কর্মীদের জীবন উৎসর্গ করতে হবে। গাউসিয়া কমিটির কাজ মানে ইবাদত। মাঠে ময়দানে কেন্দ্রিয় গাউসিয়া কমিটির মাধ্যমে তৃণমূল পর্যায়ে আনজুমানের কর্মসূচী কায়েমের জন্যে তিনি সকলের প্রতি আহবান জানান। এসময় তিনি পীর আল্লামা সাবির শাহ কর্তৃক নির্দেশিত দাওয়াত-ই খায়র কার্যক্রমকে আরো ব্যাপকভাবে জোরদার করার আহবান জানান। ১১ অক্টোবর শুক্রবার বিকালে নগরীর ষোলশহর আলমগীর খানকায় আবুল মনছুরের সভাপতিতে আয়োজিত গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, আনজুমান-এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের
সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, অ্যাডিশনাল সেক্রেটারি মুহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি গিয়াস উদ্দিন শাকের, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী প্রফেসর কাজী শামসুর রহমান, আনজুমান সদস্য আলহাজ্ব তসকির আহমদ। বিকাল ৩টায় জামেয়া ময়দানে সম্মেলনের উদ্বোধন করেন গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনার। অতিথি ছিলেন কেন্দ্রীয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল হক, আবদুল হামিদ, মহাসচিব শাহজাদা ইবনে দিদার, যুগ্ম
মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, মাহবুবুল হক খান ও সাংগঠনিক সম্পাদক মাহবুব ইলাহি শিকদার, দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব কমর উদ্দিন সবুর প্রমুখ। নগর সাধারণ সম্পাদক মাহবুবুল আলম ও সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেন পাপ্পুর স ালনায় অনুষ্ঠিত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন মহানগর সিনিয়র সহসভাপতি হাজি সেকান্দর মিয়া, সংগঠনের প্রতিবেদন পাঠ কেেরন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ সেকান্দর মিয়াকে আহবায়ক ও সাদেক হোসেন পাপ্পুকে সদস্য সচিব করে ৩০ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করেন।