দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব)’র চট্টগ্রাম ক্লাস্টার চেয়ারম্যান ও কাল্ব’র সাবেক পরিচালক আব্দুচ সাত্তার বলেন, প্রত্যেক ক্রেডিট ইউনিয়ন স্থানীয় সম্প্রদায়ের মাঝে সেবা প্রদান করছে সর্বসাধারণের সচেতনতা বৃদ্ধি সমাজের স্বেচ্ছা শ্রম সৃষ্টি, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন, স্বেচ্ছায় তহিবল সৃষ্টি এবং মতবিনিময় করার মাধ্যমে আগামী ২০২০ সালের মধ্যে ৫ কোটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করার মাধ্যমে ওয়ার্ল্ড কাউন্সিল অব ক্রেডিট ইউনিয়নস ভিশন ২০২০ লক্ষমাত্রা অর্জনের সকলকে যার যার উপর অর্পিত দায়িত্ব ন্যায় নীতির
সাথে পালন করতে হবে। সদস্যদের গুরুত্ব মানে তাদেরকে উচ্চ মাত্রায় সেবা প্রদান ও সম্পৃক্ত করণে কঠোর চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমাদের সমবায়ী মুল্যবোধই আমাদেরকে সংঘবদ্ধভাবে শক্তিশালী করে স্থানীয়ভাবে ক্ষমতায়িত হয়ে বৈশ্বিকভাবে ক্ষমতায়িত হতে উৎসাহ প্রদান করে বিশ্বব্যাপী সদস্যদের মাঝে তাৎপর্যপূর্ণ পরিবর্তন করানোর লক্ষ্যে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস একটি বড় সুযোগ। দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব)’র চট্টগ্রাম আয়োজিত আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস আয়োজিত অনুষ্ঠানে সভাপতির
বক্তব্যে এ আহ্বান জানান। নগরীর পাথরঘাটাস্থ প্রতিষ্ঠানের কার্যালয়ে চট্টগ্রাম ক্লাস্টা’র সেক্রেটারি মি: ডেভিড গণসালভেস’র স ালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাল্ব’র ‘জ’ অ লের পরিচালক নুর মোহাম্মদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাল্ব’র সাবেক ডিরেক্টর পিটার বাড়ৈ, পিটু লাল সিকদার, বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রধান নির্বাহী শ্রীমত শাসন রক্ষিত ভিক্ষু, অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ’র প্রধান নির্বাহী আশীষ কুমার দাশ, মহিলা মিলন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ’র সভানেত্রী আয়েশা বেগম, সাবেক কাল্ব’র ডিরেক্টর বাবু খোকন কান্তি নাথ। অনুষ্ঠানে চট্টগ্রামের আওতাধীন ৪৪টি ক্রেডিট ইউনিয়নের প্রধান নির্বাহীরা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।