
কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাই উপজেলা ও রাঙ্গামাটি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনের সোমবার কাপ্তাইয়ের কর্ণফুলী কলেজে উদ্বোধন করা হয়েছে ৩দিন ব্যাপী ফাস এইড ট্রেইনিং ২০১৯। প্রশিক্ষণের কলেজটির অর্ধশতাধিক শিক্ষার্থীরা এতে অংশ নেন।কর্ণফুলী সরকারী কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরীর সভাপতিত্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে প্রশিক্ষণ উদ্বোধন করেন, কাপ্তাই উপজেলা নির্বাহীক কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল ।এই সময় আরো উপস্থিত ছিলেন ,কর্ণফুলী সরকারী কলেজ রেড ক্রিসেন্ট ইউনিটের পরিচালক মোঃআবু তালেব,
(প্রভাষক)মিজানুর রহমান, (প্রভাষক) রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট রক্ত বিভাগের প্রধান হ্রদয় রাজ নীল ও প্রশিক্ষণ বিভাগের প্রধান ইমন ধর সহ আরও অনেকে।কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ বলেন। পাহাড়ে দূযোগে রেড ক্রিসেন্টের সেবা অত্যান্ত প্রশংসনীয়।আপনারা যারা এখানের প্রশিক্ষণ নিতে পারেছেন, এই প্রশিক্ষণ শেষে পরীক্ষা অর্তীনং হলে প্রশিক্ষক হিসেবে আগামিতে নতুনদের প্রশিক্ষণ দিতে পারবে।