আজ ৯ নভেম্বর, ১১ রবিউল আউয়াল, জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে, চট্টগ্রাম জামেয়া ময়দানে অনুষ্ঠিত দাওয়াতে খায়র মাহফিলে, প্রধান বক্তার আলোচনায় আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী বলনে ‘দাওয়াতে খায়র’ কথাটার উদ্দেশ্য হল মানুষকে কল্যানের পথে বা ভাল কাজের দিকে আহবান করা। আর, এ দায়িত্বটিই আল্লাহপাক এই পৃথিবীতে পাঠিয়েছেন লক্ষাধিক নবী-রাসুল (আ)। সর্বশেষে এই কল্যানের পথ বা দ্বীনের পরিপূর্ণতার সুসংবাদ নিয়ে ৫৭০ খ্রীস্টাব্দে ১২ রবিউল আউয়াল, সোমবার দুনিয়ায় তশরিফ আনেন আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামীন (দ)। তিনি ইসলামকে
পরিপূর্ণতা দান করে সমগ্র জগতবাসীকে চিরঋনী করেছেন। আজ আমাদের সেই পরিপূর্ণ জীবনবিধানের যথার্থ অনুসারী হবার জন্য দরকার প্রসঙ্গিক কিছু শিক্ষা ও প্রশিক্ষণ, আর এ মহান উদ্দেশ্যই হল দাওয়াতে খায়র। আল্লাহ্ পাক নির্দেশ দিয়েছেন, হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর, যেভাবে তাঁকে ভয় করা উচিৎ এবং মুসলমান না হয়ে কবরে যেওনা ‘(ক্বোরআন)। তাই, প্রকৃত ব্যবহারিক মুসলমান হিসেবে জীবনযাপন এবং ঈমানের মৃত্যু নিশ্চিত করতেই দাওয়াতে খায়র আয়োজন জরুরী। তিনি সবাইকে মসজিদে মসজিদে এই দ্বীনি শিক্ষা র্কাযক্রমে অংশ নিয়ে আম্বিয়ায়ে কেরামের সুন্নত
পালনের উদাত্ত আহবান জানান। অনুষ্ঠানে বিকেল ৩ টায়, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান আলহাজ পেয়ার মোহাম্মদ কমিশনারের সভাপতিত্বে এবং মোছাহেব উদ্দিন বখতিয়ারের স ালনায় অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে ছিলেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র এস ভিপি আলহাজ মোহাম্মদ মহসীন, জি এস আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জি এস আলহাজ মোহাম্মদ শামসুদ্দিন, জয়েন্ট জি এস আলহাজ সিরাজুল হক, এজিএস আলহাজ গিয়াসুদ্দীন সাকের, অলহাজ্ব মুহাম্মদ তৈয়্যবুর রহমান অধ্যাপক দিদারুল ইসলাম, অধ্যাপক কাজী শামসুর রহমান, মাওলানা আশরাফুজ্জামান আল কাদেরী, মাওলানা ছালেকুর রহমান প্রমূখ। এতে নির্ধারিত বিষয় বায়াতের গুরুত্ব¡ তুলে ধরেন শেরে মিল্লাত, মুফতি ওবায়দুল হক নঈমী, জানাজা সংক্রান্ত
সমসাময়িক আপত্তিসমূহের জবাব দেন জামেয়া অধ্যক্ষ মুফতি সৈয়দ অসিয়র রহমান, সাহাবা ও আহলে বাইত প্রসঙ্গে আলোচনা করেন বিশিষ্ট গবেষক আল্লামা মুহাম্মদ আবদুল মান্নান, হাদিস শরিফের দরস দেন জামেয়ার শেখুল হাদিস আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, কোরানের দরস দেন অধ্যাপক মৌলানা সৈয়্যদ জালাল উদ্দিন আল আজহারী এবং ব্যবহারিক মাসায়েল শিক্ষা কার্যক্রমে অংশ নেন কেন্দ্রিয় দাওয়াতে খায়র মুয়াল্লিম মৌলানা এমরান হাসান কাদেরীর নেতৃত্বে প্রশিক্ষণপ্রাপ্ত নির্ধারিত মুয়াল্লিমগণ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি কর্মর্কতা যথাক্রমে আলহাজ আনোয়ারুল হক, আলহাজ এম এ হামিদ, শাহজাদ ইবনে দিদার, মাহবুবুল হক খাঁন, মাহবুবুবে এলাহি সিকদার ও সাদেক হোসেন পাপ্পু প্রমুখ।