অদ্য ২ ডিসেম্বর ২০১৯ইং রোজ সোমবার সকাল ১১টায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র কোতোয়ালী উন্নয়ন এলাকার উদ্বোধন হয়েছে। প্রশিকার পরিচালক মো: সিরাজুল হকের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ব্যবস্থাপক শাহাদাত হোসেনের সঞ্চালনায় কোতোয়ালী উন্নয়ন এলাকার শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রশিকার ভাইস প্রেসিডেন্ট মিজ রোকেয়া ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বিশিষ্ট নারীনেত্রী হাসিনা মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর জহুর লাল হাজারী, কাউন্সিলর নিলু নাগ, প্রশিকার পরিচালক কামরুল হাসান কামাল, আবদুল হাকিম, শেখ সাহিদ হোসেন, কেন্দ্রীয় ব্যবস্থাপক আনোয়ারুল ফারুক, রফিকুল কাশেম, আবুল বাশার, অজয়
মিত্র শংকু, বিভাগীয় ব্যবস্থাপক নৃপতি রঞ্জন দে, মোসলেম উদ্দিন, ঝুনু রানী পাল, আবদুস সাত্তার, মাহবুবুর রহমান, সুজিত কুন্ডু, এলাকা ব্যবস্থাপক মিজানুর রহমান, আনোয়ারুজ্জামান, চৌধুরী টিটু, রাখাল চন্দ্র সরকার, ওয়াসিমুন নেওয়াজ রাসেল, সালমা আক্তার, শামছুজ্জামান শামীম ও শিল্পী রাণী দাশ প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসিনা মহিউদ্দিন বলেন বাংলাদেশের বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র দরিদ্র মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম শহরে ১৪টি উন্নয়ন এলাকার মাধ্যমে প্রায় ষাট হাজার সদস্যকে সমিতির মাধ্যমে একত্রিত করে যে উন্নয়ন কর্মকান্ড তা ভবিষ্যতে আরো উত্তোরোত্তর বৃদ্ধি পাবে।