ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট কর্তৃক সুনামগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের বিরুদ্ধে কটুক্তি ও অপপ্রচারের প্রতিবাদে ছাতকের ধারন বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে ধারন বাজার এলাকা থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নতুন বাজার দাখিল মাদরাসার সামনে এসে শেষ হয়। মিছিল শেষে উত্তর খুরমা ইউপির
সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আরজক আলী সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, উপজেলা যুবলীগের যুগ্মসাধারন সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, এডভোকেট ছায়াদুর রহমান ছায়াদ।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মঈন হক, কৃপেশ চন্দ, রাসেল হোসেন, ছাতক উপজেলা ছাত্রলীগের আহবায়ক তজম্মুল হক রিপন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক
সিপলু আহমদ, উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি নজরুল ইসলাম সুন্দর, সাধারন সম্পাদক সামসুর রহমান, আসকর আলী মেম্বার, হাজী মাহমুদ আলী, খায়রুল হুদা, সেচ্ছাসেবকলীগ নেতা আবু সামা রাসেল, সাকের আমিন, যুবলীগ নেতা আব্দুল মতিন, এমরান হোসেন,আমির আলী, খছরু মিয়া সহ প্রমুখ।সভায় বক্তারা নুরুল হুদা মুকুট ও জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলকে দলীয় পদ থেকে বহিস্কারের দাবি জানান।