
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অদ্য ৯ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আনোয়ারা উপজেলার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দিন সুমনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন এম হান্নান রহিম তালুকদার, তৌহিদুল ইসলাম তৌহিদ, আশরাফ আলী, মোঃ মহিউদ্দীন, মোঃ শাহেদ, মোঃ দিদার, মোঃ তানভির, মোঃ ইলিয়াছ, মোঃ হোসেন, মোঃ রিয়াজ, মোঃ
ইমরান প্রমুখ নেতৃবৃন্দ।সময় সভাপতির বক্তব্যে আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দিন সুমন বলেন।আগামী ১২ ডিসেম্বরের মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া না হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা থেকে কঠিন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে-সালাউদ্দিন বলেন অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে দক্ষিণ চট্টগ্রাম অচল করে দেওয়া হবে।