চট্টগ্রামে ডিবির দুই এসআইকে আদালতে শোকজ গ্রেফতারের নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির না করার দায়ে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই উপ-পরিদর্শককে (এসআই) শোকজ করেছে আদালত। তারা হলেন- মামলার বাদি ও ডিবি উত্তর জোনের এসআই অঞ্জন দাশ গুপ্ত এবং মামলার তদন্ত কর্মকর্তা ও একই জোনের এসআই ইমাম হোসেন। একই ঘটনায় চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানকে লিখিত জবাব দিতে আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ আদেশ দেন।আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘আজ আমি, অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী ও অ্যাডভোকেট মানিক দত্তসহ একটি মামলায় আসামি পক্ষের রিমান্ড শুনানি করতে যাই। শুনানিতে আসামিকে গ্রেফতারের দুই দিন পর প্রেরণের বিষয়টি আদালতে অবহিত করি। আদালত বিষয়টির প্রমাণ জানতে চান। তখন আমি প্রমাণ হিসেবে আসামিকে আদালতে সোপর্দের পত্রটি দেখাই। সেখানে ডিবির এসআই নিজেই উল্লেখ করেছেন ৯ আগস্ট গ্রেফতার করা হয়েছে এবং ১১ আগস্ট আদালতে প্রেরণ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আদালত বিষয়টি অবহিত হওয়ার পর মামলার বাদি ও তদন্ত কর্মকর্তা অর্থাৎ ডিবির দুই এসআইকে আদালতে বৃহস্পতিবার (১৯ আগস্ট) শোকজ করেছেন। একই সঙ্গে চান্দগাঁও থানার ওসিকে লিখিত জবাব দিতে বলেছেন।’আদালত সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট নগরের চান্দগাঁও থানাসহ বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তারা হলেন- মো. রায়হান (৩০), মো. হানিফ (৩০), মো. আবু তাহের (৩৫), মো. মনির হোসেন (৪৮), মো. রুবেল মিয়া (২৭) ও মো. নিজাম উদ্দিন ওরফে মিজান (৩৯)। গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যেই আসামিদের আদালতে সোপর্দের নির্দেশনা থাকলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা দুই দিন পর সোপর্দ করেন।
বুধবার গ্রেফতার আসামিদের রিমান্ড শুনানির তারিখ ধার্য ছিল। এদিন দেরিতে আসামিদের সোপর্দের বিষয়টি আদালত অবহিত করেন আইনজীবীরা। পরে অতিরিক্ত সময় আসামি পুলিশ হেফাজতে থাকায় আদালত বিষয়টির ব্যাখ্যা জানতে ডিবির দুই কর্মকর্তাকে শোকজ করেন এবং সংশ্লিষ্ট থানার ওসিকে লিখিত জবাব দিতে আদেশ দেন।বিষয়টি নিয়ে জানতে চাইলে চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, ‘ডিবি আসামি গ্রেফতার করেছে। মামলাও তারা তদন্ত করছেন। ডিবি এজাহার দিয়েছেন, আমরা সেটি গ্রহণ করেছি। তাছাড়া আসামিও তাদের হেফাজতে ছিল।’
আরো পড়ুন
ওসি মহসীনকে সিএমপি থেকে খুলনা রেঞ্জে বদলি