মাদকাসক্ত তরুণের ছুরিকাঘাতে নিরাময় কেন্দ্রের কর্মী নিহত ব্রাহ্মণবাড়িয়ায় রনি নামে এক মাদকাসক্ত তরুণকে মাদক নিরাময় কেন্দ্রে আনতে গিয়ে রাজিব পাল (৩৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।তিনি ‘প্রয়াস রিহ্যাবিলিটেশন সেন্টার’ নামে একটি মাদক নিরাময় কেন্দ্রের কর্মী।রোববার (২২ আগস্ট) সন্ধ্যায় জেলা শহরের কাজিপাড়ায় ধোপাবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রাজিব পাল নারায়ণগঞ্জ জেলার কেটি পালের ছেলে। এ ঘটনায় রাশেদ নামের আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
নিহত রাজিব পাল ও রাশেদ জেলা শহরের ফুলবাড়িয়ার ‘প্রয়াস রিহ্যাবিলিটেশন সেন্টার’ নামের একটি মাদক নিরাময় কেন্দ্রের কর্মী ছিলেন।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলা শহরের কাজিপাড়ার সানু মিয়ার ছেলে রনি দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত। তার অত্যাচারে পরিবারের লোকজন অতিষ্ঠ। রনিকে সুস্থ করে তুলতে মাদক নিরাময় কেন্দ্র ‘প্রয়াস রিহ্যাবিলিটেশন সেন্টার’-এর সঙ্গে যোগাযোগ করে তার পরিবারের সদস্যরা।রোববার সন্ধ্যার দিকে মাদক নিরাময় কেন্দ্রে লোকজন রনিকে ধরে চিকিৎসার জন্য নিয়ে যেতে আসে।
সেসময় রনি ঘরের দরজা বন্ধ করে ভেতরে বসে থাকে। একপর্যায়ে রনি দরজা খুলে মাদক নিরাময় কেন্দ্রের সদস্যদের ওপর হামলা করে।তিনি ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করে।এতে রাজিব পাল ও রাশেদ নামের দুইজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজিব পালকে মৃত ঘোষণা করেন।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
আরো পড়ুন
চট্টগ্রামে ডিবির দুই এসআইকে আদালতে শোকজ