
সিটি মেয়রের পক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন মহিলা কাউন্সিলর আবিদা আজাদ শীতার্ত হতদরিদ্রদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে সকলকে এগিয়ে আসা উচিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন দায়িত্ব গ্রহণের পর হতে মেয়রের সম্মানি খাত হতে সকল আয় মানব কল্যাণে সমাজের হতদরিদ্রদের মাঝে বিতরণের অংশ হিসেবে সামাজিক দায়বদ্ধতার দায়িত্ব হিসেবে শীতার্ত হতদরিদ্র নগর বাসীদের মাঝে কম্বল বিতরণ করছেন। তারই অংশ হিসেবে ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডস্থ জয়তারা জোনাকী ক্লাবে ওয়ার্ডের
দরিদ্র পূজার্থীদের মাঝে মাননীয় মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিনের পক্ষে ৯ ১০ ও ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ও চট্টগ্রাম ওয়াসা পরিচালনা বোর্ডের সদস্য নারীনেত্রী আবিদা আজাদ শীতবস্ত্র বিতরণ করা করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরেন্দ্র লাল দে। এসময় উপস্থিত ছিলেন ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন জুয়েল, যুব নেতা টুনটু দাশ বিজয়, আওয়ামী লীগ নেত্রী সবিতা বিশ্বাস, সোমা দাশ, বেবী দাশ, ইঞ্জিনিয়ার কৃষ্ণ ভজন আচার্য্য, দীলিপ দাশ, যামিনী দে, উজ্জ্বল দে প্রমুখ।