পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিলে কাউন্সিলর মোহাম্মদ হোসেন হীরন অসামাজিক কর্মকান্ডে পৃষ্ঠপোষকতাকারীদের সামাজিক ভাবে বয়কট করবে এলাকাবাসী
খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক ও ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন হীরন বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) মুসলিম জাহানের জন্য এক অন্যন্য আনন্দের দিন। মিলাদুন্নবী থেকে শিক্ষা নিয়ে প্রাত্যহিক জীবনে আমল করতে পারলে ইহকাল ও পরকালের সুখ ও সমৃদ্ধি লাভ করবে। মাদক ও সমাজের অনৈতিক কর্মকান্ড হতে এলাকার কিশোর ও যুব সমাজকে রক্ষা করতে হলে পরিবারের সদস্যদের সচেতন হতে হবে। আর যারা নিজেদের সুখ স্বাচ্ছন্দ লাভের আশায় সমাজকে বিনিষ্ট করার লক্ষে অসামাজিক কর্মকান্ডে পৃষ্ঠপোষকতাকারীদের
সামাজিক ভাবে বয়কট করবে এলাকাবাসী। ঝাউতলা কাঁচা বাজার ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে গত ১৩ জানুয়ারী বাদ এশা ঝাউতলা স্টেশন প্রাঙ্গণে গত বছরের ন্যায় ২৯ তম বার্ষিক ওয়াজ মাহফিল, নাতে রসূল, দরুদে শরীফ প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে তাশরিফ আনেন কুমিল্লা লাকসাম জালালিয়া দরবার শরীফের মেহমানে আ’লা হযরত মাওলানা শাহ্ মুহাম্মদ পীরজাদা সোহরাব জালালী। এতে প্রধান ছিলেন কুমিল্লা চান্দিনা দরবারে অযম বায়তুল নুর জামে মসজিদের খতীব মুফতি মুহাম্মদ দেলোয়ার
হোসেন মুজাহিদী। মিলাদুন্নী (স:)’র উপরে আলোচনা করেন ঝাউতলা ডিজেল কলোনী জামে মসজিদের পেশ ইমাম, নিউ ঝাউতলা কলোনী জামে মসজিদের পেশ ইমামসহ ওয়ার্ডের বিছিন্ন মসজিদের পেশ ইমামগণ। এসময় উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী মো: মাহমুদুর রহমান মাহমুদ, মহানগর আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য আবু বক্কর ছিদ্দিক, ঝাউতলা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি হায়দার হোসেন বাদল, বর্তমান কমিটির সহ-সভাপতি মো: খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল স্বপন, পরিচালক মো: আজম,
মো: আলতাফ হোসেন, মো: আব্দুর রহিম, মো: হাবিবুর রহমান বাবুল, হাজী মো: নাছিম উদ্দিন, আনোয়ার হোসেন আনু, ব্যবসায়ী মো: মাহতাব মুন্না, মো: হানিফ, মো: সেলিম, মো: মুরাদ, মো: নাদিম, মো: রবিন, মো: রমজান, মো: আলম, মো: নাদিম প্রমুখ। অনুষ্ঠানে নাতে রাসূল (স:) ও দুরুদে শরীফ প্রতিযোগিতায় বিজয়ী ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও প্রাইজমানি প্রদান করা হয় এবং প্রতিযোগিতায় সম্মানিত বিচারক মন্ডলীদের’কেও সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মুনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।