
মোঃলিমন মিয়া (সরিষাবাড়ী প্রতিনিধি)
জামালপুর জেলায় সরিষাবাড়ী উপজেলার গনমানুষের নেতা ডাঃ মুরাদ হাসান এম.পি নির্বাচনী অঙ্গীকার পালনে ২৬/০১/২০২০ ইং রোজ রবিবার আন্তঃনগর ট্রেন “জামালপুর এক্সপ্রেস”এর ভিডিও কনফারেন্সিং মাধ্যমে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রদানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
জামালপুরের উন্নয়নের রুপকার,সরিষাবাড়ী গনমানুষের প্রিয়নেতা মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এম.পি ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪১ জামালপুর ৪(সরিষাবাড়ী) নির্বাচিত হওয়ার পর তিনি সরিষাবাড়ী বাসীকে কথা দিয়ে ছিলেন সরিষাবাড়ীতে আন্তঃনগর ট্রেন চলবে।তার একক প্রচেষ্টায় “জামালপুর এক্সপ্রেস” আন্তঃনগর ট্রেনটি সর্ব মোট ৬২০ টি আসন নিয়ে যাত্রা শুরু করে।